হাসবেন্ডের জন্য রোমান্টিক নাম (Romantic nick name for husband)
যখন আপনার হাসবেন্ড আপনাকে রোমান্টিক নামে ডাকে তখন আপনি আপনার স্বামীকে কি রোমান্টিক ডাকেন বা তাকে কল করেন? স্বামীদের জন্য রোমান্টিক নামের এই তালিকাটি পড়ুন।

স্বামীদের জন্য রোমান্টিক ডাকনাম সমূহ

যখন আপনার হাসবেন্ড আপনাকে রোমান্টিক ডাকনাম গুলোর দ্বারা কল করেন তখন আপনারও উচিত স্বামীকে রোমান্টিক ডাকনামের মাধ্যমে কল করা। এতে করে স্বামী স্ত্রীদের মধ্যে আন্তরিকতা বাড়ে ও রোমান্টিক পরিবেশ তৈরি হয়। স্বামীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে বুদ্ধিমান নারীরা রোমান্টিক ডাকনামের হাতিয়ার ব্যবহার করে। 

তারা এই শুনছো, ওগো শুনছো শব্দগুলো ব্যবহার করার পাশাপাশি আরো আদুরি ও আবেগময় নামগুলো ব্যবহার করে। যার দ্বারা স্বামীরা স্ত্রীদের প্রতি আরও বেশি আকৃষ্ট হয় , স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়! 

আর বোকা মেয়েরা এই হাতিয়ার ব্যবহার না করতে পেরে স্বামীর ভালোবাসার হারিয়ে ডিপ্রেশনে ভোগে। অতএব স্বামীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে রোমান্টিক ডাকনাম গুলো ব্যবহার করুন। আপনার স্বামীকে রোমান্টিক ডাকনামে কল করার কিছু নামের পরামর্শ নিচে দেওয়া হলঃ

০১. জানঃ এটি এমন রোমান্টিক শব্দ যা শুনে ছেলেরা পুলকিত হয় এবং আবেগময়ী হয়ে যায়। স্বামীকে ভালোবাসার রঙ্গে রাঙ্গাতে মাঝে মধ্যে তাকে জান বলে জড়িয়ে ধরুন।  

০২. প্রিন্সঃ আপনার হৃদয় রাজ্যের রাজাকে মাঝেমধ্যে প্রিন্স বলে সম্বোধন করুন, তাতে রোমান্টিকতা বাড়বে বৈ কমবেনা। 

০৩. রোমিওঃ আপনার স্বামী রোমান্টিক, যাকে দেখলেই প্রেম জাগে, তাকেতো অবশ্যই রোমিও নামে ডাকা যায়!

০৪. জানামঃ জানাম শব্দটি লাভলি বা প্রেমদায়ক অর্থে ব্যবহৃত হয়। 

০৫.  মেহবুবঃ উর্দু ভাষায় যদি ভালোবাসা প্রকাশ করতে চান তাহলে মেহবুব নামটি অনেকাংশেই পারফেক্ট হবে।

আপনি যদি আরও জানতে আগ্রহী হোন তাহলে মেহজাবিন আপুর স্বামীকে ডাকার জন্য সেরা রোমান্টিক নাম লেখাটি পড়তে পারেন। তিনি প্রায় ৪০টি ছেলেদের রোমান্টিক ডাকনাম তার লেখনিতে উল্লেখ করেছেন। 

https://amarbanglapost.com/romantic-name-call-to-husband/

YOUR REACTION?

Disqus Conversations